Posts

Showing posts from July, 2022

সাগর লিখছেন X=Prem নিয়ে

Image
সৃজিত এমন একটা সময়ে X=Prem রিলিজ দিয়েছেন যখন কলকাতাই ইন্ডাস্ট্রি কনটেন্ট এর খরায় ভুগছে নিদারুণভাবে। সৃজিতের নিজের কাজ নিয়েও সমালোচনা কম হচ্ছে না। দ্বিতীয় পুরুষ, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নি কিংবা ক'দিন আগের ফেলুদার গোয়েন্দাগিরিঃ দার্জিলিং জমজমাট; কোথাওই নামের সুবিচার করতে পারছিলেন না সৃজিত। তেমন একটা ক্রাইসিসের সময়ে তিনি বানিয়েছেন এক্স=প্রেম যেখানে একটা সাইফাই স্টোরিকে তিনি ডেভেলাপ করেছেন প্রেমের বোঝাপড়া দিয়ে। তার চেয়েও পজেটিভ ব্যাপার ছিলো নতুন এক্টর/একট্রেসদের দিয়ে এক্সপেরিমেন্ট চালানো। রোড এক্সিডেন্টে আহত হয়ে মেমরি লস হওয়া এক যুবক খিলাত এর স্পেসিফিক্যালি তার প্রেমিকা/ওয়াইফ এবং কলেজ জীবনের স্মৃতি ফিরে পাওয়ার প্রচেষ্টা থেকেই এই গল্প আগাতে থাকে। পরবর্তীতে এই স্মৃতিকে ফিরে পাওয়া থেকে মেমরি ট্রান্সপ্লান্ট এর কনসেপ্টকে সামনে নিয়ে আসা হয়। মেমরি ট্রান্সপ্লান্ট এর ডিসিশান নেওয়া কিংবা গল্পের সেদিকে উৎকর্ষ আগানোর আগেই সৃজিত তার গল্প ক্যারেক্টারগুলোকে বিল্ড-আপ করেন দারুণভাবে। ফ্ল্যাশব্যাকে এই প্রেম এর বুৎপত্তি এবং পরের দিকে খিলাতের প্রেমিকা জয়ীর জন্য অর্নবের ডেসপারেটনেস আবার ট্রানপ্লা...