Posts

Showing posts with the label Film Reviews and Extensions

ধনঞ্জয় মুভি, মব জাস্টিস ও ভাবনা

Image
ধনঞ্জয় মুভির সবচেয়ে এট্রাক্টিভ ব্যাপার ছিল মিমি চক্রবর্তীর অভিনয়। সাথে কৌশিক সেন এর কো-অপারেশন তো ছিলই। অনির্বানের আবির্ভাব ছিল নায়কোচিত, মীর আফসার আলীকে ইন্ডাস্ট্রি এর আগে এত চ্যালেঞ্জ নিতে দেখেনি। ন্যায়বিচার প্রতিষ্ঠা করাটা যতটা ইম্পর্ট্যান্ট তার মতই ইম্পর্ট্যান্ট প্রকৃত ভিক্টিমকে সেটা চিহ্নিত করা; ইম্পর্ট্যান্ট সবার বিচার প্রাপ্তি নিশ্চিত করা।  কেবলমাত্র অর্থনৈতিকভাবে শক্তিশালী না হওয়াটার কারণে আমাদের ভেতর যে শ্রেণিবৈষম্য গড়ে উঠে; যে কাউকেই দোষী সাব্যস্ত করা যায়, যেকোনো লোককে দিয়ে খেলানো যায় ভিকটিম কার্ড তার সবচাইতে চাক্ষুষ প্রমাণ গতকাল টিকটকার অপুভাইয়ের সাথে হতে দেখেছেন। হিরো আলম/অপুভাই এই মানুষগুলোই বাংলাদেশের বড় অংশের প্রতিনিধিত্ব করে। শুধুমাত্র গ্রামের ছেলে/অশিক্ষিত/গরীব হওয়ার কারণে তাদের চুল নিয়ে কুল জেনারেশনের অস্বস্তি, তাদের কাজের বিরোধিতার বদলে তাদের ব্যক্তিগত জীবনের বিরোধিতা আমরা করছি। অথচ সেম ক্যাটাগরিরই সালমান মুক্তাদির/ অনন্ত জলিলদেরকে আমরা প্রমোট করছি, করতে না পারলেও বা করতে না চাইলেও তাদের সোশ্যাল ভ্যালুজ তৈরি হওয়ায় আমরা তাদের অস্তিত্বকে স্বীকার করে নিচ্ছি। অপুভাইয়...