অপুর পাঁচালী || Apur Panchali || Kaushik Ganguly || Parambrata Chattopadhyay
সত্যজিত রায় ধার-দেনা করে, নিজের কামাইয়ের টাকা দিয়ে পথের পাঁচালী বানিয়েছিলেন। সেখানে অপু নামে যে ছেলেটা অভিনয় করে আসল নাম তার সুবীর বন্ধ্যোপাধ্যায়। পথের পাঁচালী একসময় দুনিয়া কাঁপিয়ে ফেলে, সত্যজিতের ও মৃত্যু হয়। আর সুবীর আবারো সেই কলকাতা শহরের মধ্যবিত্ত এক ঘরে থেকে যায়।
পরিচালক কৌশিক গাঙ্গুলী সে সুবীর বন্দ্যোপাধ্যায় কে খুঁজে বের করেছেন এই মুভিতে। তার কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছেন, পথের পাঁচালী নির্মাণের গল্প শুনেছেন, একটা দীর্ঘদিনের ক্ষোভ জমা হওয়ার পর তা যখন প্রকাশিত হয় ; সে সময়ে কেমন অনুভূতি জড়ো হয় তা দেখিয়েছেন। এই মুভি মূলত সত্যজিত-সুবীর-সোমিত্রের এক ট্রিলোজি।
মুভির প্রয়োজনে বারবার কৌশিক গাঙ্গুলি 'পথের পাঁচালী','অপুর সংসার' আর 'অপরাজিত' র খন্ডাংশ ব্যবহার করেছেন।
কেমন ছিল অপু না, সুবীরের জীবন তা খুঁজে আনতে গিয়ে ধরা পড়ে এক নির্মম সত্য। সত্যজিত রায় 'অপুর সংসার' এ যে অপুকে নির্মাণ করে গিয়েছিলেন, যে জীবনযুদ্ধে ভয়ানকভাবে প্রতিদিন অবতীর্ণ হচ্ছিল, ঠিক সে গল্প বারবার এসে প্রতিফলিত হচ্ছে সুবীরের জীবনে। কৌশিক যুবক বয়সের সুবীর চরিত্রে পরমব্রতকে দিয়ে সে জিনিস ফুটিয়ে তুলতেও পেরেছেন।
আমার কাছে এটাকে কৌশিকের পরীক্ষামূলক কাজ মনে হয়েছে। এই জিনিস চলচ্চিত্রে নতুন এই ধারা তৈরি করতে পারে। চ্যালেঞ্জ নিয়েই কাজটা করেছেন কৌশিক।পার্নো মিত্রের অভিনয় ও ভাল ছিল। সুবীর বন্দ্যোপাধ্যায় একজন ক্ষ্যাপাটে কলকাতার ষাটোর্ধ্ব ব্যক্তি হিসেবে অসাধারণ।
অসাধারণ বলা যায়? হয়তো হ্যাঁ। প্রথা ভাঙ্গা? না সম্ভবত।
চাইলেই দেখে নিতে পারেন।☺☺
Writter By: Saeed Khan Shagor
Edited By: Ankon Dey Animesh
Comments
Post a Comment