Nirbaak || নির্বাক || Srijit Mukherji || Sushmita Sen || Anindya Banerjee || Anjan Dutt || Jisshu Sengupta || Ritwick Chakraborty || Neel Dutt
'নির্বাক' এ যাবত করা সৃজিত মুখার্জির সবচেয়ে সেরা ছবি। কেউ তর্ক করতে আসলে আসতে পারেন। ছাড় দিব না।
মুভির স্টার্টিংয়ের অনেক কিছুই প্রথমে আমার ভাল লাগেনি। কিন্তু পরে গল্পটা যে মোড় নিল তা অনবদ্য। এরকম ফাংশন করা মুভি আমি আরেকটা দেখেছিলাম 'ল্যাপটপ'।
You know what? Our life is so amazing. Because only here we cherish to have the same thing again n again, that we left...
এই কথাটা আমি প্রায়ই ব্যবহার করি। এই যে আমি ফেসবুকে আবোলতাবোল লিখি বা কেউ ম্যাগাজিনের জন্য লেখা খুঁজলে দিই, কিংবা আইসক্রিমওয়ালা বা ঝালমুড়ি ওয়ালাদের সাথে আমার খাতির অথবা রিকশায় চড়ার সময় রিকশাওয়ালার সাথে গল্পে জমে যাওয়া এসব কিছুই আসলে একটা কারণে। আমরা যা ফেলে এসেছি তা খুঁজি, সবকিছুই ফাংশন করে।
সৃজিত এই মুভিতে সেই ফাংশনটাকে ধরে এনেছেন এমন একভাবে যা আমার কল্পনাতেও আসেনি কখনো।
মেকিং এর কথায় আসি। নীল দত্ত বেশ ক'বছর ধরেই অনুপম-জয় সরকারের মিউজিক ডিরেকশনের রাজত্বে ভাগ বসিয়ে আসছেন। এই মুভির মিউজিক ডিরেকশন এখনো অবধি তার ক্যারিয়ারের বেস্ট বলা যায়। এই মুভির একমাত্র গানটা গেয়েছেন অর্ক মুখার্জি। এই খ্যাপাটে গায়করাজাকে সৃজিত কিভাবে গান করাতে রাজি করালেন জানিনা। রোল প্লে'তে সুস্মিতা সেন একটা পারফেক্ট চয়েস ছিল। নো অফেন্স। যীশুর ম্যাচুরড অভিনয়, ঋত্বিকের সাবলীলতা সব খাপে খাপ। অঞ্জন দত্তের অভিনয় আমার খুব বেশি পছন্দের ছিল না কখনোই। কিন্তু সৃজিতের সাথে করা সব মুভিতেই অঞ্জন দত্ত নিখুঁত। 'উমা' দেখার পর সেটা নিয়ে আমি আরো কনফিডেন্ট। 'নির্বাক' এও অঞ্জন দত্ত সেরাটাই দিয়েছেন৷
স্টোরিটা সালভাদর ডালির শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত।
মেকিং, স্টোরিটেলিং, আবহ সংগীত (এমনকি শেষের দিকে ঋত্বিকের গল্পের সাথে মিলিয়ে পুরনো হিন্দি সিনেমার গান গুলোকে হাজির করাটা নীল দত্তের ভালই তেলেসমাতি) সবকিছুই ভাল ছিল।
এই মুভির একটা বড় ব্যাপার হলো এটা ১ঘন্টা ৪৫মিনিট জুড়েই আপনাকে একটা সাসপেন্স এ রাখবে। এই সাসপেনশনটা নতুন ধাঁচের। যদি 'আসা-যাওয়ার মাঝে' দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন।
মুভির বাজে দিক যদি বলতে হয় একটাই বলব। স্টার্টিং খুব খুব বেশি স্লো ছিল৷ এই গল্পটা আরো আগে শেষ হতে পারতো। কিন্তু এন্ডিংয়ে এসে সেটা নিয়ে মাথা ঘামানোর ইচ্ছে আপনার আর থাকবেনা।
'যদি আকাশের গায়ে কান না পাতি,
তোমার কথা শুনতে পাব না' ❤❤❤
Written By: Saeed Khan Shagor
Editer By: Ankon Dey Animesh
Comments
Post a Comment