ইতিবৃত্ত পর্ব -১ || বাংলাদেশের কিছু যুদ্ধভিত্তিক সিনেমা || Failed Camera Stories

 



বাংলাদেশের ফিল্ম জগতে যুদ্ধভিত্তিক ফিল্ম অনেক হয়েছে, কিছু হয়েছে যৌথ প্রযোজনার মধ্যেও। তার মধ্যে কেবল কয়েকটি দিয়ে আমরা শুরু করি! নিচে ফিল্ম গুলো দেখার জন্য লিঙ্ক দেওয়া থাকবে। আপনি ফিল্ম দেখে তার রিভিউ লিখে শেয়ার করুন নিজের টাইমলাইনে বা বিভিন্ন গ্রুপে! আর সেখানে আমাদের ফেসবুক পেইজ Failed Camera Stories কে মেনশন দিয়ে #ইতিবৃত্ত #Bangladeshi_Film_Month #FailedCameraStories এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করলে আমরা আপনাদের রিভিউগুলো এই ব্লগে পোস্ট করে ছড়িয়ে দিতে পারি আরো বেশি মানুষের কাছে। সাথে এই ফিল্ম গুলো দেখার জন্য নমিনেট করে দিয়েন ২০ এর অধিক বন্ধুকে! তাহলে সকলে মিলে আমরা আবার আমাদের এই সুবর্ণ ফিল্মগুলো সম্পর্কে জানবো ও গর্ব করতে পারব। 

সিনেমা ১- গেরিলা



 
২০১১ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেছে জয়া আহসান, ফেরদোস আহমেদ, শম্পা রেজা, আহমেদ জুয়েল, শ্যামল মাওলা, এটিএম শামসুজ্জামান, শতাব্দী ওয়াদুদ, পীযূষ বন্দোপাধ্যায় সহ আরো অনেকে। পরিচালনায় ছিলেন নাসিরুদ্দীন ইউসুফ, সিনেমাটোগ্রাফি তে ছিলেন সমীরণ দত্ত। এছাড়া  আর্ট ডিরেক্ট করেছেন অনিমেষ আইচ। 















Full Movie Link:



সিনেমা ২- শ্যামল ছায়া

২০০৪ সালে মুক্তি পাওয়া এই ছবির গল্প, চিত্রনাট্য, ও সলাপ লিখেছিলেন নন্দিত লেখক হুমায়ুন আহমেদ। এই ছবিতে অভিনয় করেছেন মেহের আফরোজ শাওন, রিয়াজ, আহমেদ রুবেল, ফারুক আহমেদ, হুমায়ুন ফরিদী,  জাহিদ হোসাইন শোভন সহ আরো অনেকে। এছাড়া সিনেমাটগ্রাফার ছিলেন আনোয়ার হোসেন। 


Full Movie Link:
Shyamol Chaya (2004)



সিনেমা ৩- আগুনের পরশমণি 


১৯৯৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমার পরিচালক ও হুমায়ুন আহমেদ। গল্প, সংলাপ, চিত্রনাট্য ও তিনিই লিখেছেন। কাস্টিং এ ছিল বিপাশা হায়াত, আসাদুজ্জামান নুর, ডলি জহুর, আবুল হায়াত, শিলা, পুতুল সহ আরো অনেকে। সিনেমাটোগ্রাফার ছিলেন আক্তার হোসেন আর মিউসিক ডিপার্ট্মেন্ট সামলেছিলেন সত্য সাহা। 


Full Movie Link:
Aguner Poroshmoni (1994)



সিনেমা ৪- ভুবন মাঝি 


২০১৭ সালে মুক্তি পায় এই সিনেমাটি। অনেকেই যুদ্ধ ভিত্তিক সিনেমার মধ্যে একে এগিয়ে রাখেন সবার আগে। ফখ্রুল আরেফিন খানের পরিচালনায় এতে অভিনয় করেছিলেন পরম্ব্রত চট্টোপাধ্যায়, সুষমা, অপর্ণা ঘোষ, শুভাশীষ ভৌমিক, মামুনুর রশিদ, মজনুন মিজান। আমাদের কাছে এই ফিল্মটি আপাতত নেই। এতে মিউসিক ছিল কালিকাপ্রসাদ ভট্টাচার্য এর।  যদি আপনাদের কারো কাছে থাকে, দয়া করে আমাদের ফেসবুক পেইজে দিবেন, তাহলে আমরা হয়ত সবাইকে কিছুদিনের জন্য দেখানোর সুযোগ করে দিতে পারব ও এই ফিল্ম সম্পর্কে সবাইকে জানাতে পারব! ধন্যবাদ। 









আসুন আমরা সমর্থন করতে থাকি নিজেদের ভালো ফিল্ম গুলোর, নিজেদের ভালো কাজ গুলোর। যুদ্ধ ভিত্তিক সিনেমার পরেই আসবে সোশ্যাল ড্রামা ও থ্রিলার ক্যাটাগরি। সবাইকে জানানোই মূল উদ্দেশ্য! রিভিউ লেখা শুরু করুন ও ফ্রেন্ডদের কে ট্যাগ করে বা মেনশন দিয়ে বা ইনবক্সে দিয়ে তাদেরকেও দেখতে উৎসাহিত করুন! ধন্যবাদ সকলকে। 

Published By: Ankon Dey Animesh

Comments

  1. অনেক বেশি দরকারী ইভেন্ট! অনেক ধন্যবাদ আপনাদের

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

চতুর্থ মাত্রা ।। আরাফাত জুয়েল ।। দেবস্মিতা সাহা

The Curious Case of Benjamin Button ।। আরাফাত জুয়েল

ইন দা মিডল অফ "Nowhere" || আরাফাত জুয়েল