CONTRACT || A Movie Review from Debashmita Saha


বাংলাদেশের বিখ্যাত মৌলিক থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দীনের 'কন্ট্রাক্ট' অবলম্বনে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ অরিজিনালে গত মার্চে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ - “কন্ট্রাক্ট”। 




এই সিরিজের অন্যতম প্রধান চরিত্র বাস্টার্ড মূলত পেশাদার কন্ট্রাক্ট কিলার। অমূল্য বাবুর  অনুরোধে বাস্টার্ড ব্ল্যাক রঞ্জুকে শেষ করার জন্য চুক্তিবদ্ধ হয়। ব্ল্যাক রঞ্জুকে খুঁজে বের করার মিশনের অংশ হিসেবে খুন, অ্যাকশন, সাসপেন্স - জুড়ে থাকে পুরো সিরিজ জুড়ে। ব্ল্যাক রঞ্জুর সাগরেদদের এক এক করে খুঁজে বের করে ব্ল্যাক রঞ্জু পর্যন্ত পৌঁছানোর এই মিশনে আকস্মিকভাবে জড়িয়ে পড়ে অতি সাধারণ পরিবারের মেয়ে - উমা।

এসব কিছুর পেছন থেকে কলকাঠি নাড়তে থাকে রাজনৈতিক ষড়যন্ত্র, মতবিরোধ আর বিশ্বাসঘাতকতা।

বর্তমানে বাংলাদেশের প্রথিতযশা অভিনেতাদের একটা বড় অংশকে দেখা গেছে এই ওয়েব সিরিজে। পাকা অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে সত্যিই কিছু বলার নেই। ব্ল্যাক রঞ্জুর চরিত্রে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন চমৎকারভাবে। বাস্টার্ডের চরিত্রে আরিফিন শুভর অভিনয়ও ছিল বেশ পরিণত। জাকিয়া বারী মমকে এই সিরিজে বেশ নতুন ভূমিকায় দেখা যায়। ব্ল্যাক রঞ্জুর স্ত্রীর চরিত্রে তার অভিনয় ছিল দুর্দান্ত। ইনভেস্টিগেটর জেফরি বেগের চরিত্রে শ্যামল মাওলা কম স্ক্রিনটাইমের মধ্যেও নিজের পুরোটা দিয়ে অভিনয় করেছেন। এছাড়াও তারিক আনাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, রাফিয়াত রশীদ মিথিলা, আয়শা খান প্রত্যেকেই নিজ নিজ চরিত্র সম্পর্কে ছিলেন অত্যন্ত সচেতন।

এই সিরিজে ভালো লাগার মতো কিছু সূক্ষ্ম রসবোধ ছিল। বাস্টার্ড বানান ভুল দেখে কিংবা রেস্টুরেন্টে গিয়ে অরিফিন শুভর এক্সপ্রেসো অর্ডার করার সময়টায় দর্শক যখন ভুল আবিষ্কার করতে পেরেছেন বলে মনে করছেন, ঠিক তখনই ভুলগুলোকে ইচ্ছাকৃত হিসেবে দেখানোর বিষয়টি দর্শককে খানিকটা থতমত খাইয়ে দিয়েছে।


কোনো লেখকের বইয়ের গল্প অবলম্বনে নির্মিত সিনেমা বা সিরিজ যখন ঐ বইয়ের পাঠক দেখতে যান, তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে কিছুটা হতাশা কাজ করে। পাঠকের কল্পনা এবং প্রত্যাশাকে বাস্তবে রূপ দেওয়া একজন পরিচালকের পক্ষে দুঃসাধ্য। কিছু ক্ষেত্রে "কন্ট্রাক্ট" বইয়ের নিখুঁত বর্ণনা পাঠককে একেবারে ঘটনায় অনুপ্রবেশ করিয়ে দেয়, পাঠককে কাহিনির সাথে এগোতে সাহায্য করে। সিরিজে এই ধরনের ডিটেইলিং এর কিছুটা অভাব ছিল। কন্ট্রাক্ট বইয়ের সাথে সিরিজের অনেকক্ষেত্রেই অমিল রয়েছে। জেফরি বেগের মতো এত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সত্ত্বেও শ্যামল মাওলার স্ক্রিনটাইম ছিল বেশ কম। তাছাড়া বইয়ের অনেক কম গুরুত্বপূর্ণ চরিত্র সিরিজে প্রাধান্য পেয়েছে। এই বিষয়টি কাহিনি উপস্থাপনে কিছু ক্ষেত্রে ইতিবাচক ভূমিকাই রেখেছে। তবে ঘটনাপ্রবাহ উপস্থাপনের ক্ষেত্রে বেশ তাড়াহুড়ো লক্ষ করা গেছে। এই তাড়াহুড়ো কাহিনিকে ইন্টারেস্টিং করে তোলার জন্য করা হয়েছে কি না বলা মুশকিল। কিন্তু এর ফলে সিরিজটিকে কিছুটা অগোছালো মনে হয়েছে। 


কন্ট্রাক্টের ট্রেইলার প্রকাশের সময় থেকেই এই সিরিজকে আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজ হিসেবে প্রচার করা হয়েছে। সেই হিসেবে ট্রেইলার যথেষ্ট আশাপ্রদই ছিল। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংও ছিল যথেষ্ট ভালো। কিন্তু মেকিং এর কিছু ভুল যেকোনো সাধারণ দর্শকেরই চোখে পড়ার কথা। ফোনে কথোপকথনের একটি দৃশ্যে সাউন্ড এডিটিং এর ভুল, জনসম্মেলনের একটি দৃশ্যে এক ব্যক্তি বুকে গুলি খাওয়ার পরের দৃশ্যেই ওই ব্যক্তির পুনরাবির্ভাব - ইত্যাদি ভুল সিরিজের মানের  বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে তোলে।

তবুও "কন্ট্রাক্ট" এই ধরনের পরবর্তী কাজের জন্য মোটামুটি ভালো উদাহরণ। তাই এই সিরিজকে নিশ্চিতভাবে একটি ভালো প্রচেষ্টা হিসেবে অভিহিত করা যায়। 




Written and Edited By: Debashmita Saha

Comments

Popular posts from this blog

চতুর্থ মাত্রা ।। আরাফাত জুয়েল ।। দেবস্মিতা সাহা

The Curious Case of Benjamin Button ।। আরাফাত জুয়েল

ইন দা মিডল অফ "Nowhere" || আরাফাত জুয়েল