CONTRACT || A Movie Review from Debashmita Saha
বাংলাদেশের বিখ্যাত মৌলিক থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দীনের 'কন্ট্রাক্ট' অবলম্বনে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ অরিজিনালে গত মার্চে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ - “কন্ট্রাক্ট”।
এসব কিছুর পেছন থেকে কলকাঠি নাড়তে থাকে রাজনৈতিক ষড়যন্ত্র, মতবিরোধ আর বিশ্বাসঘাতকতা।
বর্তমানে বাংলাদেশের প্রথিতযশা অভিনেতাদের একটা বড় অংশকে দেখা গেছে এই ওয়েব সিরিজে। পাকা অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে সত্যিই কিছু বলার নেই। ব্ল্যাক রঞ্জুর চরিত্রে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন চমৎকারভাবে। বাস্টার্ডের চরিত্রে আরিফিন শুভর অভিনয়ও ছিল বেশ পরিণত। জাকিয়া বারী মমকে এই সিরিজে বেশ নতুন ভূমিকায় দেখা যায়। ব্ল্যাক রঞ্জুর স্ত্রীর চরিত্রে তার অভিনয় ছিল দুর্দান্ত। ইনভেস্টিগেটর জেফরি বেগের চরিত্রে শ্যামল মাওলা কম স্ক্রিনটাইমের মধ্যেও নিজের পুরোটা দিয়ে অভিনয় করেছেন। এছাড়াও তারিক আনাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, রাফিয়াত রশীদ মিথিলা, আয়শা খান প্রত্যেকেই নিজ নিজ চরিত্র সম্পর্কে ছিলেন অত্যন্ত সচেতন।
এই সিরিজে ভালো লাগার মতো কিছু সূক্ষ্ম রসবোধ ছিল। বাস্টার্ড বানান ভুল দেখে কিংবা রেস্টুরেন্টে গিয়ে অরিফিন শুভর এক্সপ্রেসো অর্ডার করার সময়টায় দর্শক যখন ভুল আবিষ্কার করতে পেরেছেন বলে মনে করছেন, ঠিক তখনই ভুলগুলোকে ইচ্ছাকৃত হিসেবে দেখানোর বিষয়টি দর্শককে খানিকটা থতমত খাইয়ে দিয়েছে।
কোনো লেখকের বইয়ের গল্প অবলম্বনে নির্মিত সিনেমা বা সিরিজ যখন ঐ বইয়ের পাঠক দেখতে যান, তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে কিছুটা হতাশা কাজ করে। পাঠকের কল্পনা এবং প্রত্যাশাকে বাস্তবে রূপ দেওয়া একজন পরিচালকের পক্ষে দুঃসাধ্য। কিছু ক্ষেত্রে "কন্ট্রাক্ট" বইয়ের নিখুঁত বর্ণনা পাঠককে একেবারে ঘটনায় অনুপ্রবেশ করিয়ে দেয়, পাঠককে কাহিনির সাথে এগোতে সাহায্য করে। সিরিজে এই ধরনের ডিটেইলিং এর কিছুটা অভাব ছিল। কন্ট্রাক্ট বইয়ের সাথে সিরিজের অনেকক্ষেত্রেই অমিল রয়েছে। জেফরি বেগের মতো এত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সত্ত্বেও শ্যামল মাওলার স্ক্রিনটাইম ছিল বেশ কম। তাছাড়া বইয়ের অনেক কম গুরুত্বপূর্ণ চরিত্র সিরিজে প্রাধান্য পেয়েছে। এই বিষয়টি কাহিনি উপস্থাপনে কিছু ক্ষেত্রে ইতিবাচক ভূমিকাই রেখেছে। তবে ঘটনাপ্রবাহ উপস্থাপনের ক্ষেত্রে বেশ তাড়াহুড়ো লক্ষ করা গেছে। এই তাড়াহুড়ো কাহিনিকে ইন্টারেস্টিং করে তোলার জন্য করা হয়েছে কি না বলা মুশকিল। কিন্তু এর ফলে সিরিজটিকে কিছুটা অগোছালো মনে হয়েছে।
তবুও "কন্ট্রাক্ট" এই ধরনের পরবর্তী কাজের জন্য মোটামুটি ভালো উদাহরণ। তাই এই সিরিজকে নিশ্চিতভাবে একটি ভালো প্রচেষ্টা হিসেবে অভিহিত করা যায়।
Comments
Post a Comment